Lodaer Img

এ্যাডস রান করেও সেল’স আসেনা

এ্যাডস রান করেও সেল’স আসেনা-Branding Curve
এ্যাডস রান করেও সেল'স আসেনা?

➡️এ্যাডস রান করেও সেল’স আসেনা?❓

সেল’স আসতে বাধ্য🎯🚀

➡️এখন যে সমস্যা!!এ্যাডস রান করেও সেল’স আসেনা।কেন আসেনা? কিভাবে আসবে চলুন সেসব সমাধান দেই🚀

⚡সবাই বলে টার্গেটিং। তবে আমি বলি না টার্গেটিং না।কারণ আপনি যে টার্গেটিং সেট করছেন, আপনার মতো আরো মিনিমাম ৫০ জন ওরকম টার্গেটিং সেট করছে। তো যে আপনার এ্যাডস দেখতেছে সে আপনার মতো আরো ৫০ জন বিক্রেতার ওরকম এ্যাডস দেখতেছে।তাহলে ওই ৫০ জনের থেকে না কিনে আপনার থেকে কেন কিনবে?❓

➡️আপনি আমাকে মাত্র, একটা কারণ বলেন যে এই কারণে কিনবে।অধিকাংশ মানুষই বলতে পারবেনা।কারণ তারা শুধু শিখেছে টার্গেটিং ঠিক তো সেল’স ঠিক‼️

⚡হ্যাঁ তবে আপনার থেকে কিনবে, যদি আপনি তাদের চেয়ে আলাদা, ইউনিক কিছু করতে পারেন। তখন তারা ওই ৫০ জন বাদ দিয়ে আপনার থেকে কিনবে।নতুবা গতানুগতিক সবার মতো হলে আপনার প্রোডাক্ট কেনার কোনো প্রশ্নই আসেনা✅

➡️ তবে হ্যাঁ টার্গেটিং এরও দরকার আছে। শুধু টার্গেটিং বা শুধু কনটেন্ট দিয়ে ভালো সেল আসবেনা৷ দুটোর সমানুপাতিক গুরুত্ব রয়েছে। কারণ বেশিরভাগ মর্কেটারই Auction পদ্ধতিতে Campaign চালায়। আর Auction এর ফলাফল বাংলায় বললে ;

Auction = (বিড+টার্গেটিং) X কনটেন্ট

ধরেন আপনার, বিড+টর্গেটিং ১০ এ ১০। কিন্তু কনটেন্ট কোয়ালিটি ১০ এ ৭।

সেক্ষেত্রে Auction = 10 X 7 = 70

আবার, বিড+টার্গেটিং ১০ এ ৫ আর কনটেন্ট ১০ এ ১০।

সেক্ষেত্রে Auction= 5 X 10 = 50

তাহলে আপনিই বলুন কোনটাকে ছেড়ে কোনটা ধরবেন?

যদিও Targeting সরাসরি Auction ক্যালকুলেশন এর সাথে সম্পর্কীত নয়। তবে এক কথা বোঝানের জন্য এখানে যুক্ত করা হয়েছে। Targeting এবং Content এর মধ্যে পার্থক্য নিয়ে সামনে পোস্ট আসবে। এবং অবশ্যই Auction নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী পোস্টগুলোতে।

২য়

⚡এরপর সবচেয়ে বড় ভুল যেটা, আপনি যাকে দিয়ে ক্যাম্পেইন করছেন বা নিজেই করছেন সে অথবা আপনি কেউই মার্কেট রিসার্চ করেন না বা করতে পারেন না। সুন্দরভাবে মার্কেট রিসার্চ করতে পারে এবং করে এর সংখ্যা খুবই কম। অধিকাংশ মানুষ নিজের মতো কিছু আইডিয়া জেনারেট করে টার্গেটিং সেট করে এ্যাড রান করে দেয়‼️(মারাত্মক ভুল)

🔰সমাধান✅

⚡প্রথমে আপনার কম্পিটিটর খুঁজে বের করুন

আপনার কম্পিটিটর রিসার্চ করুন। মিনিমাম ২০ জন কম্পিটিটরকে নোট করুন। তাদের কন্টেন্টে কি কি ভুল বা সমস্যা আছে সেগুলো একটা একটা করে নোট করুন। এরপর আপনি কন্টেন্ট বানানো শুরু করুন।তাদের ভুল গুলোর সমাধান আপনার কন্টেন্টে দিন।তাদের দুর্বলতা গুলো আপনার কন্টেন্টের মাঝে ব্যবহার করুন 💪

➡️এবার আপনার কন্টেন্ট নিজে মার্কিং করুন।মার্কেটে সবার সেরা কন্টেন্ট আপনার হতে হবে।এখন আপনি মনে মনে নিজে কাস্টমার সাজেন, এবার আপনার কন্টেন্ট দেখেন এবং মনে মনে ভাবুন এই কন্টেন্টের এ্যাড আপনার সামনে আসলে আপনি এই প্রোডাক্ট কিনতেন কিনা? যদি হ্যাঁ হয় তাহলে ঠিক আছে। আপনি ৭০% সাকসেস💪

➡️বাকি ৩০% কিভাবে হবেন?❓

🔰এবার এই কাজগুলো শুরু করুন👇

⚡কেন আপনার কন্টেন্ট সেরা সেটা নোট করুন।

আপনার কন্টেন্টে কি এমন আছে যা অন্যদের কন্টেন্টে নেই, তা নোট করুন📖

⚡অন্যদের থেকে না কিনে আপনার থেকে মানুষ কেন প্রোডাক্ট কিনবে তা নোট করুন।এবার আপনার কন্টেন্ট আবার রিভিউ করুন। দেখুন উপরের সবগুলোর উত্তর ঠিকঠাক আছে কিনা।যদি থাকে এবার মিনিমাম ৩ জন মানুষকে আপনার কন্টেন্ট দেখান তারা যদি ১০ এ মিনিমাম ৮/৯ দেয় তাহলে ঠিক আছে। এবার আপনি কন্টেন্টে ১০০% সাকসেস 🎯💪

🔰এবার এ্যাড রানের আগে আপনার কম্পিটিটর কিভাবে এ্যাড রান করেছে তার ডিটেলস রিসার্চ করুন।এরপর সেগুলো নোট করুন। তারপর সেগুলো ফলো করে সুন্দর করে টার্গেটিং করে এ্যাড রান করুন।তবে এ্যাড রানের আরো অনেক গভীরতা আছে সবগুলো যদি আপনি পারেন বা আপনার মার্কেটার পারে তখন এ্যাড রান করুন।এখন অন্যরা ৫ টা সেল করলে, ইনশাআল্লাহ আপনার সেল’স হবে ১০ টা🚀🚀

➡️তবে এ্যাডস রানের পর্ব শুরু করার আগে আরো অনেক ধাপ আছে। সেগুলো আমার পূর্বের পোস্টগুলোতে পাবেন। সেগুলো অবশ্যই ফলো করে তারপর কাজ শুরু করুন🎯

আর সঠিক কনটেন্ট, টার্গেটিং, মনিটরিং, সেলস ফানেল এবং মনিটরিং সহ যাবতীয় সকল সমাধান পাচ্ছেন Branding Curve থেকে।

তো আর দেরি বা করে Free Consultation এর জন্য Meeting Schedule পেতে যোগাযোগ করুন।

 

One Reply on “এ্যাডস রান করেও সেল’স আসেনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top Img